![]() |
Amar pran dhoriya maro tan by emon chowdhury |
Details About Amar pran dhoriya maro tan (আমার প্রান ধরিয়া মারো টান) Song Lyrics:
This Amar pran dhoriya maro tan (আমার প্রান ধরিয়া মারো টান) song is sung by Emon chowdhury. Lyric writen by Atanu Tias Tune & Music by Emon chowdhury. The original video for exsiting song cast by Mamunur Rashid, Iresh Zaker, Azmeri Asha from Abar tora shaheb ha (Drama) and Direct by Saraf Ahmed Jibon. This Song took from Abar tora shaheb ha || আবার তোরা সাহেব হ (Drama)
Song: Amar pran dhoriya maro tan || আমার প্রান ধরিয়া মারো টান
Lyric: Atanu Tias || অতনু তিয়াস
Tune & Music : Emon chowdhury || ইমন চৌধুরী
Singer: Emon chowdhury || ইমন চৌধুরী
Drama : Abar tora shaheb ha || আবার তোরা সাহেব হ
Amar pran dhoriya maro tan (আমার প্রান ধরিয়া মারো টান) Song Lyrics In Bengali :
আমার প্রান ধরিয়া মারো টান মনটা করে আনচান,
আমার প্রান ধরিয়া মারো টান মনটা করে আনচান,
জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায়
জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায়
বারে বারে বন্ধু তোমায় দেখিতে মন চায়
বারে বারে বন্ধু তোমায় দেখিতে মন চায়।।
আমার প্রান ধরিয়া মারো টান মনটা করে আনচান,
আমার প্রান ধরিয়া মারো টান মনটা করে আনচান,
জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায়
জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায়
বারে বারে বন্ধু তোমায় দেখিতে মন চায়
বারে বারে বন্ধু তোমায় দেখিতে মন চায়।।
হো, আমি তোমার ইচ্ছে ঘুড়ি
যেমন উড়াও তেমন উড়ি,
স্বপ্নগুলো মুঠোয় নিয়ে
কেমন লুকোচুরি।
হো, আমি তোমার ইচ্ছে ঘুড়ি
যেমন উড়াও তেমন উড়ি,
স্বপ্নগুলো মুঠোয় নিয়ে
কেমন লুকোচুরি।
বন্দিকরে রাখব তোমায় ভালোবাসার জেলখানায়
বন্দিকরে রাখব তোমায় ভালোবাসার জেলখানায়
বারে বারে বন্ধু তোমায় দেখিতে মন চায়।
বারে বারে বন্ধু তোমায় দেখিতে মন চায়।
আমার প্রান ধরিয়া মারো টান মনটা করে আনচান,
আমার প্রান ধরিয়া মারো টান মনটা করে আনচান,
জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায়
জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায়
বারে বারে বন্ধু তোমায় দেখিতে মন চায়
বারে বারে বন্ধু তোমায় দেখিতে মন চায়
Amar pran dhoriya maro tan (আমার প্রান ধরিয়া মারো টান) Song by Emon chowdhury Music Video:
0 Comments