![]() |
Epitaph by Aurthohin |
Details About Epitaph (এপিটাফ) Song Lyrics:
This Epitaph (এপিটাফ) Song is sung by Sumon from Aurthohin (অর্থহীন) . Lyric writen by Sumon Tune & Music by band Aurthohin (অর্থহীন) . This song took from Album (স্বপ্নচূড়া)
Song: Epitaph || (এপিটাফ)
Lyric: Sumon
Tune & Music : Aurthohin (অর্থহীন)
Singer: Sumon
Album: স্বপ্নচূড়া
Epitaph (এপিটাফ) Song Lyrics In Bengali :
বৃষ্টি নেমেছে আজ আকাশ ভেঙ্গে
হাটছি আমি মেঠো পথে
মনের ক্যানভাসে ভাসছে তোমার ছবি
বহুদিন তোমায় দেখি না যে
তোমায় নিয়ে কত স্বপ্ন আজ কোথাও হারায়
পুরোনো গানটার সুর আজ মোরে কাঁদায়
তুমি তো দিয়ে ছিলে মোরে কৃষ্ণচূঁড়া ফুল
আমি তো বসেছিলাম নিয়ে সেই গানের সুর
তুমি তো দিয়ে ছিলে মোরে কৃষ্ণচূঁড়া ফুল
চলে গেছ কোথায় আমায় ফেলে বহুদূর…
বহুদূর……
সাদাকালো এ জীবনের মাঝে
রঙ্গীন ছিলে তুমি শুধু
তোমায় নিয়ে লেখা কত কবিতায়
দিয়েছিলাম কত সুর
আজ আমার হাতের মুঠোয় নেই যে তোমার হাত,
ভোরের আলো ফুটবে কখন
ভেবেছি কত রাত
তুমি তো দিয়ে ছিলে মোরে কৃষ্ণচূঁড়া ফুল
আমি তো বসেছিলাম নিয়ে সেই গানের সুর
তুমি তো দিয়ে ছিলে মোরে কৃষ্ণচূঁড়া ফুল
চলে গেছ কোথায় আমায় ফেলে বহুদূর…
বহুদূর……
যুদ্ধ শেষে আজ ঘরে ফিরে
দেখি তুমি নেই যে পাশে
ভেবেছিলাম তুমি থাকবে দাড়িয়ে কৃষ্ণচূঁড়া ফুল হাতে
তবে কি যুদ্ধে গেলাম তোমায় হারাতে?
এপিটাফের লেখাগুলো পড়ি ঝাপসা চোখে
আমি তো দিয়েছিলাম তোমায় কৃষ্ণচূঁড়া ফুল
তুমি তো গেয়েছিলে সেই নতুন গানের সুর
আমি তো দিয়েছিলাম তোমায় কৃষ্ণচূঁড়া ফুল
তবে কেন আমি গেলাম চলে তোমায় ফেলে বহুদূর
বহুদূর………..বহুদূর…………বহুদূর
Epitaph (এপিটাফ) Song Lyrics - Aurthohin (অর্থহীন) Music Video:
0 Comments