![]() |
hoyni bola by tahsan khan |
Details About Hoyni Bola (হয়নি বলা) Song Lyrics:
This Hoyni Bola (হয়নি বলা) song is sung by Tahsan Khan. The exsiting song took from Album Echhee (ইচ্ছে) by G-Series
Song : Hoyni Bola || হয়নি বলা
Singer : Tahsan
Album: Ecchee || ইচ্ছে
Hoyni Bola (হয়নি বলা) Song Lyrics In Bengali :
সূর্য যখন সোনার থালা
দিগন্তের কোলে ছড়ায় আলোর মালা
পথিমধ্যে পান্থশালা, একটু জিরোই আবার চলা
হঠাৎ আমি আত্মভোলা
পড়ছে মনে অনেকক্ষণ…
ভালোবাসি হয়নি বলা
রাত্রি এখন ভীষণ আঁধার
বোকা চাঁদটা লুকিয়ে আবার
তুই নেই তাই একলা থাকি
ছাদের কোণে শূন্যতাকে দেই যে ফাঁকি
এইতো আমি আত্মভোলা
পড়ছে মনে-
অনেকক্ষণ… ‘ভালোবাসি’ হয়নি বলা
0 Comments